Saturday, October 3, 2015

তাঁরাও কারওর চেয়ে কম যান না! এইসময় পত্রিকা 

তাঁরাও কারওর চেয়ে কম যান না!


বিশ্ব বধিরতা দিবসে এই বার্তাটুকুই সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ২১-২৭ সেপ্টেম্বর বিশ্ব জুড়ে পালিত হয় বধিরতা সপ্তাহ৷


বিশ্ব বধিরতা দিবসে এই বার্তাটুকুই সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ২১-২৭ সেপ্টেম্বর বিশ্ব জুড়ে পালিত হয় বধিরতা সপ্তাহ৷ ১৯৫৮ সাল থেকেই প্রথমে একটি দিন, পরে পুরো সপ্তাহ জুড়ে প্রচার চালানো হয় বিষয়টি নিয়ে৷ বধিরতা নির্মূল করবার লক্ষ্যে এবং মূক-বধির শিশুদের সহায়তা করার মধ্যে দিয়েই দীর্ঘ দিন ধরে কাজ করে চলেছে অন্বেষা৷ এবারেও ২৩ সেপ্টেম্বর তাঁরা আয়োজন করেছিলেন গড়িয়া থেকে যাদবপুর পর্যন্ত একটি সচেতনতামূলক পদযাত্রা৷ এ দিন এখানে শিশুদের সঙ্গে অভিভাবক এবং সাধারণ মানুষও মিশে গেলেন পায়ে পায়ে, সঙ্গের ছবিতে৷ ছিল স্থানীয় সংগঠন ‘সামিল’-এর সদস্যেরাও৷ ২৯ সেপ্টেম্বর গোলপার্ক রামকৃষ্ণ মিশনে পশ্চিমবঙ্গ সরকারের বধিরতা বিরোধী বিভাগের সঙ্গে যৌথ উদ্যোগে ‘বধিরত: আইন ও তার প্রয়োগ’ শীর্ষক একটি আলোচনাসভাও করেছে অন্বেষা৷

| Updated: