আমার
দেখা অণ্বেষা
কল্যাণ মুখোপাধ্যায়
আই পি এস
ডেপুটি কমিশনার অফ পুলিশ, সাউথ ইস্ট ডিভিশন কলকাতা
আমরা তো শুনিতে পারি,
বলতে পারি কথা,
তবু আমাদের কতই দুঃখ, ব্যাথা।
যাদের শ্রবণ সক্ষম নয় তত,
কথা বলতেও কেমন ইতস্ততঃ
তাদের তো সামনে বাধার পাহাড়,
নিত্যদিনের গ্লানির মাঝেও,
গভীর অঙ্গীকার,
জীবন যেন নিতে জানে
দিতেও জানে তত,
যাদের শ্রবণ স্তব্দ অবিরত,
বাকরুদ্ধ যারা,
তারাও কেমন লিখতে জানে,
আঁকতে জানে,
ম্যাজিক দেখায় তারা -
গল্প পড়ে, মূর্তি
গড়ে,
গানে আত্মহারা,
নাচের তালে জীবন গড়ে তারা।
তোমার আমার মত কেন,
তোমার আমার চেয়েও
অনেক অনেক স্বচ্ছন্দে বাঁচে,
তাদের কাছে আমার শেখার আছে,
কেমন জোরে আঁকড়ে ধরে
লড়াই করে দিনে রাতে,
এগিয়ে চলে একই তালে
সবার সাথে সাথে।
(স্যুভেনির অন্বেষণ ২০১৮ থেকে সংগৃহীত)
(স্যুভেনির অন্বেষণ ২০১৮ থেকে সংগৃহীত)
No comments:
Post a Comment